বুধবার, ১২ মার্চ ২০২৫
২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রামপালের দিঘির পাড়ে সন্ত্রাসী হামলায় আহত ১৫

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫

রামপালের দিঘির পাড়ে সন্ত্রাসী হামলায় আহত ১৫
স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের রামপালের কালেখার বেড দিঘীরপাড় এলাকায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় প্রায় ১৫/১৬ জন আহত হয়েছে।এক প্রভাবশালী যুবদল নেতার ইন্দনে আওয়ামী সমর্থিত কয়েকজন উশৃংখল ব্যক্তিদের নেতৃত্বে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে রাইসুল ইসলাম রানা কামরুজ্জামান কচি মোহাম্মদ সানি শেখ জিল্লুর রহমান মোঃ কামাল শেখ উল্লেখযোগ্য। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। 
এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা হচ্চেন দেলোয়ার হোসেন ইজারাদার, শামিম হাসান তিতাস,শাহিনূর রহমান পলাশ, আতিয়ার রহমান শেখ, মো: আলী শেখ,জামাল শেখ  যাবোর আলী ইজারদার  ছাত্তার আলী ইজারাদার, ওমোর আলী বয়াতী, হাচান ইজারাদার, রিসাদ ইজারাদার,কুতুর হাওলাদার,বজলু রহমান, ইমন,  আরিফ ইজারাদার,বাবোর আলী ইজারাদার,খলিল শেখ প্রমুখ।
এদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ  ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কার্যালয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। সূত্র মতে এদের বিরুদ্ধে থানায়ও মামলার প্রস্তুতি চলছে। 
এলাকাবাসী জানায় এই চক্রটির হাতে প্রকৃত বিএনপি'র নেতাকর্মীরা আজ জিম্মি হয়ে পড়েছে। এদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
0 Comments